দিল বদল
মানুষের মন বড়ই অদ্ভুত এক রাজ্য—কখন যে সেখানে ঋতু বদল হয়, তা বলা মুশকিল। যে হৃদয় আজ অভিমানে পাথর, কাল সে-ই আবার ভালোবাসায় আর্দ্র হয়ে ওঠে। মাইমুনা মুন্নির ‘দিল বদল’ উপন্যাসটি ঠিক এই বদলে যাওয়ারই এক জীবন্ত প্রতিচ্ছবি। এটি এমন এক আখ্যান, যেখানে প্রতিটি চরিত্র নিজের অজান্তেই এক অদৃশ্য সুতোর টানে এগিয়ে চলে—কখনো ভালোবাসার দিকে, […]