শেষের আগে
রাত আনুমানিক তিনটা বাজে। ঢাকা কলেজের সামনে দিয়ে হাঁটতেছি। রাস্তার পাশে বিশাল বিশাল গাছ। শুকনো পাতা পড়ে আছে। পাতার গায়ে কদম ফেললে মড়মড় শব্দ করে। শুনতে আওয়াজ মন্দ নয়। ভালোই লাগে। মড়মড় শব্দে পা ফেলে এগিয়ে যাচ্ছি। মাঝে-মধ্যে রাতের বেলায় এভাবে বেরিয়ে পড়ি। বিশিষ্ট লেখক মুস্তাফিজ ইবনে আনির সাহেবের কোন এক গল্পে সম্ভবত এমন পড়েছিলাম_ […]