ছফওয়ান আল মুসাইব

চিঠির নামে হুঁশিয়ারি

চিঠির নামে হুঁশিয়ারি

এই মুসু,
তোমার দাওয়াত রইলো। এসো একদিন। বারবার বলতে পারব না। আসলে আসো, না আসলে নাই। এএএই……… আসতে হবে কিন্তু! আমি  এতো প্রণয় মেখে লিখতে পারবো না। বয়েই গেছে আমার, হু হ!

এই এসো কিন্তু………

ইতি
তোমার যন্ত্রণার…….

আমার সম্পর্কে

আমি ছফওয়ান আল মুসাইব, একজন 3D আর্টিস্ট, ভিডিও এডিটর। 3D আর্টের প্রতি গভীর ভালোবাসা থেকেই আমি আমার ক্যারিয়ার শুরু করি, এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজের দক্ষতা গড়ে তুলেছি। পেশাগত জীবনে সাফল্যের পাশাপাশি আমি গল্প লেখা এবং ভ্রমণে দারুণ আগ্রহী। শখের বসে মাঝে মাঝে হাতে কলম তুলে নিই এবং আমার মনের ভাবনা ও অনুভূতিগুলোকে শব্দে রূপ দিই। আমার লেখা গল্পগুলো বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে, যা অনেক পাঠকের হৃদয় ছুঁয়ে গেছে।

জনপ্রিয় পোস্ট

সাম্প্রতিক পোস্ট